বরাক নদীর পাড়ে বাড়ি
উজানদি সাহেবের উত্তরসূরি
আমরা হক্কল আসামী
আমরা হক্কল আসামি
দেশ-বিদেশে বেটাগিরি
আমরা হক্কল আসামী।
লক্ষ্মীপুরের আনারসের বাগান
খাইলে জোড়ায় হকলোর পরাণ
করিমগঞ্জের চা না খাইলেরে ভাই
দিন কাটতো নায় একদিন।
দিন কাটতো নায় একদিন।
বরাক নদীর পাড়ে বাড়ি
উজানদি সাহেবের উত্তরসূরি
আমরা হক্কল আসামী
আমরা হক্কল আসামি
দেশ-বিদেশে বেটাগিরি
আমরা হক্কল আসামী।
সৌদি আরব আবু ডুবাই
লন্ডন কুয়েত কাতার যাবি
যে জায়গাতে যাইবা রে ভাই পাইবা খালি আসামি।
পাই বা খালি আসামি।
সৌদি আরব আবু ডুবাই
লন্ডন কুয়েত কাতার যাবি
যে জায়গাতে যাইবা রে ভাই পাইবা খালি আসামি।
পাই বা খালি আসামি।
0 Comments
if you have any doubts, plz let me know