প্রশ্ন ১। আগমন কত প্রকারের? সাগুলি কী কী?
উত্তরঃ আগমন দুই প্রকারের।
সেগুলি হল--
(১) প্রকৃত আগমন। এবং
২) তথাকথিত আগমন বা আগমনাভাস।
2) আগমনের আঁধার বা ভিত্তি কী?
উত্তরঃ আগমনের আধার হল প্রকৃতির একরূপতা বিধি এবং কার্যকারণ বিধি।
প্রশ্ন ৩। প্রকৃত আগমন. প্রকারের।
উত্তরঃ তিন।
প্রশ্ন ৪। বৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত হ'ল
উত্তরঃ নিশ্চিত।
প্রশ্ন ৫। অবৈজ্ঞানিক আগমনের সিদ্ধান্ত হ'ল
উত্তরঃ সম্ভাবনামূলক।
প্রশ্ন ৬। 'সকল গ্রহ সূর্যের আলোকে আলোকিত '। এটি হল এর একটি উদাহরণ।
উত্তরঃ পূর্ণ আগমনের উদাহরণ।
প্রশ্ন ৭। অবৈজ্ঞানিক আগমন কীসের উপর নির্ভর করে?
উত্তরঃ অবাধিত অভিজ্ঞতার উপর।
প্রশ্ন ৮। আগমনই নিগমনের সামান্য বচন বা সার্বিক বচনের যোগান দেয়। কথাটি শুদ্ধ কি।
উত্তরঃ শুদ্ধ।
প্রশ্ন ৯। সাদৃশ্যানুমানের সিদ্ধান্ত কি নিশ্চিত?
উত্তরঃ না।
প্রশ্ন ১০। আগমন কেবল আকারগত সত্যতার সঙ্গে জড়িত কি?
উত্তরঃ না।
প্রশ্ন ১১। সাদৃশ্যানুমানের ভিত্তি কী?
উত্তরঃ সাদৃশ্যানুমানের ভিত্তি হল দুটি বস্তুর মধ্যে থাকা কিছু গুণ বা বিষয়ের সাদৃশ্য।
প্রশ্ন ১২। সু-সাদৃশ্যানুমানের একটি উদাহরণ দাও।
উত্তরঃ পৃথিবী এবং মঙ্গলগ্রহের মধ্যে কিছু সাদৃশ্য আছে। যেমন দুটিই সৌরজগতের গ্রহ, দুটিতেই বাঘমণ্ডল, মাটি সমুদ্র উত্তাপ ইত্যাদি আছে। পৃথিবীতে
আছে। সতরাং মঙ্গল গয়েও জীন আছে।
প্রশ্ন ১৩। বৈজ্ঞানিক আগমন কোন প্রকারের বচন প্রতিষ্ঠা করে?
উত্তরঃ বৈজ্ঞানিক আগমন যথার্থ সার্বিক বচন প্রতিষ্ঠা করে।
প্রশ্ন ১৪। 'আগমনাত্মক ঝাঁপ' হল বিশেষ থেকে সামান্যে একটি যাত্রা' শুদ্ধ কি অশুদ্ধ?
উত্তরঃ শুদ্ধ।
প্রশ্ন ১৫। সাদৃশ্যানুমানের মূল্য কী কী কারকের উপর নির্ভর করে?
উত্তরঃ সাদৃশ্যানুমানের মূল্য সাদৃশ্য থাকা গুণের সংখ্যা এবং গুণের গুরুত্বের উপর নির্ভর করে।
প্রশ্ন ১৬। সাদৃশ্যমূলক যুক্তির সিদ্ধান্ত হল সম্ভাবনামূলক শুদ্ধ কি?
উত্তরঃ শুদ্ধ।
প্রশ্ন ১৭। নিচে দেওয়া কোনটি শুদ্ধ
(ক) আগমন কেবল বস্তুগত সত্যতার সঙ্গে জড়িত।
(খ) আগমন আকারগত এবং বস্তুগত উভয়প্রকার সত্যতার সঙ্গে জড়িত।
উত্তরঃ (খ) আগমন আকারগত এবং বস্তুগত উভয়প্রকার সত্যতার সঙ্গে জড়িত। এটি শুদ্ধ।
প্রশ্ন ১৮। বৈজ্ঞানিক আগমন এক বিশ্লেষণাত্মক বা অশাব্দিক বচন/ সংশ্লেষণাত্মক বা শাব্দিক বচন প্রতিষ্ঠা করে।
উত্তরঃ সংশ্লেষণাত্মক বা শাব্দিক বচন প্রতিষ্ঠা করে।
প্রশ্ন ১৯। 'সকল অনুমানই সাদৃশ্যমূলক' এই উক্তির সঙ্গে জড়িত তর্কবিদজনের নাম লেখো।
উত্তরঃ জে.এস.মিল।
0 Comments
if you have any doubts, plz let me know