https://matingrammar.blogspot.com/

POLITICAL SCIENCE SUGGESTION IMPOTANT NOTES The End of the Biopolarity )







 POLITICAL SCIENCE SUGGESTION 

IMPOTANT NOTES 


GROUP- A

দ্বি মেরুকরণের অবসান

( The End of the Biopolarity )

1 Mark 

১) USSR ( সোভিয়েত রাশিয়ার ) উত্তান কখন সংঘটিত হয়েছিল?

২) বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের অবসান কখন ঘটে?

৩) মিখাইল গোর্বাচভ কে ?

৪) কোন্ দল সোভিয়েত ইউনিয়ন শাসন করেছিল?

৫) সোভিয়েত ইউনিয়নের পর একমাত্র মহাশক্তিধর দেশ হিসাবে কোন রাষ্ট্রের উত্থান ঘটে

৬) CIS-এর পূর্ণ রূপ লেখো।

৭) কোন্ বছর ওয়ারশ চুক্তি (Warsaw Pact) ভঙ্গ হয়েছিল?

৮) কোন্ দেশটি ভেঙ্গে পড়াকে ‘দ্বিতীয় বিশ্ব' ভেঙ্গে পড়া বলে জানা যায়। Or কোন্ দেশ ভেঙ্গে পড়ার পর শীতল যুদ্ধের সমাপ্তি ঘটেছিল?

৯) USSR-র রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার কে আরম্ভ করেছিলেন?

১০) ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নে...........- সংস্কারের সূচনা করেছিল

১১) সোভিয়েত ইউনিয়ন কয়টি গণরাজ্য নিয়ে গঠিত ছিল? Or USSR-এ কতগুলি গণরাজ্য ছিল ?

১২)কোন্ সালে বার্লিন প্রাচীরটি জনসাধারণ ভেঙ্গে ফেলে এবং নির্মান করা হয়।

১৩) রাশিয়ায় বলশেভিক বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?

১৪) সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট কে ছিলেন?

১৫) মিখাইল গোর্বাচভ কত সালে সোভিয়েত ইউনিয়নের কম্যুনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক হন ?

2 Mark

১) দ্বিতীয় বিশ্ব বলতে কী বোঝ?

২) গোর্বাচভ কর্তৃক আরম্ভ করা দুটি সংস্কারের নাম উল্লেখ করো। অথবা সোভিয়েত ইউনিয়নের সমাজ ও আর্থ-রাজনৈতিক কাঠামোর ক্ষেত্রে গোর্বাচন প্রবর্তিত যে নীতি দুটি আমূল পরিবর্তনের সূচনা করেছিল সেই নীতি দুটির নাম উল্লেখ করো।

৩) U.S.S.R-এর বিভাজন কে এবং কখন ঘোষণা করেছিলেন

৪) সোভিয়েত রাশিয়ার পতনের পর উদ্ভব হওয়া দুটি রাষ্ট্রের নাম লেখো।

৫) সাম্যবাদ শাসনের অবলুপ্তির পরবর্তী শাসন প্রণালীতে শক্ থেরাপি বলতে কী বোঝায় ?

৬) বার্লিন প্রাচীর কখন ভেঙ্গে ফেলা হয়েছিল?

৭) সোভিয়েত ইউনিয়নের অবলুপ্তির দুইটি কারণ উল্লেল্লখ করো। অথবা সোভিয়েত ইউনিয়ন খন্ডিতকরণের দুটি কারণ লেখো

৪ MARK

১) USSR এর বিভাজনের পরিণতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা সোভিয়েত ইউনিয়ন খণ্ডিতকরণের পরিণতিগুলি আলোচনা করো অথবা সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার ফলাফল সংক্ষেপে আলোচনা করো

২) সোভিয়েত ইউনিয়নের বিভাজন থেকে সৃষ্টি হওয়া নতুন রাষ্ট্র সমূহের রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে সংক্ষেপে লেখো।

৩) কী কী কারণে গোর্বাচভ সোভিয়েত রাশিয়ার সংস্কারে বাধ্য হয়েছিলেন?

৬ MARK

১) সোভিয়েত ইউনিয়নের বিভাজন ঘটেছিল কেন?


সমসাময়িক বিশ্বে শক্তির উৎস

(Contemporary Centres of Power)


১ MARK

১) শূন্যস্থান পূর্ণ করো-......... ইউরোপীয় সংঘের মুদ্রা।

২) ASEAN -এর সম্পূর্ণ নাম লেখো।

৩)হ্যাঁ' বা 'না' লেখো- ভারত ASEAN-এর সদস্য।

৪) চীনের কমিউনিষ্ট বিপ্লবের নেতা কে ছিলেন? অথবা চীনের সাম্যবাদী বিপ্লবের নেতা কে ছিলেন?

৫) চীনের ‘মুক্ত দ্বার' নীতি কী ?

৬) কোন্ বছর ইউরোপীয় সংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল?

৭) কোন্ বছর ASEAN আঞ্চলিক মঞ্চ স্থাপন করা হয়েছিল ?

৮) ইউরোপীয় সংঘের সদস্য সংখ্যা কত?

৯) WTO-র সম্পূর্ণ রূপ কী ?

১০) ASEAN কখন প্রতিষ্ঠিত হয়েছিল ?

১১) শুরুতে ASEAN-এর সদস্য কতজন ছিল?

১২) ASEAN কখন প্রতিষ্ঠিত হয়েছিল ?

২ MARK

১) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন থাকা ইউরোপীয় সংঘের সদস্য রাষ্ট্রসমূহের নাম লেখো। অথবা EU -র দুটি সদস্য রাষ্ট্রের নাম লেখো।

২) ASEAN-এর উদ্দেশ্য সমূহ কী কী ?

৩) ইউরোপীয় সংঘ গঠন করার দুটি কারণ উল্লেখ করো।

৪) ASEAN-এর যে-কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।

৫) ইউরোপীয় সংঘের দুটি লক্ষ্য লেখো।

৬) ১৯৬২ সালের ভারত চীন সংঘর্ষ ছিল প্রধানত........ এবং........নিয়ে।

৪ Mark

১) সময়ের সাথে সাথে ইউরোপীয় সংঘ একটি অর্থনৈতিক সংঘ হতে বেশি মাত্রায় একটি রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়।" ব্যাখ্যা করো।অথবা ইউরোপিয়ান ইউনিয়নের রাজনৈতিক এবং কূটনৈতিক প্রভাব পরীক্ষা করে।

২) চীনা অর্থনীতির উত্থান বিশ্বশক্তিতে কীভাবে তৃতীয় বিকল্প বলে গণ্য হল। অথবা, অর্থনৈতিক শক্তি হিসাবে চীনের উত্থান নিয়ে আলোচনা করো অথবা অর্থনৈতিক শক্তি হিসাবে চীন দেশের উত্থান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা চীনের অর্থনৈতিক নীতি যার সহায়তায় চীনের অর্থব্যবস্থার পরিবর্তন হয়েছিল সে সম্পর্কে সংক্ষেপে লেখো।

৩) ইউরোপীয় সংঘের প্রভাবের প্রধান দুটি ক্ষেত্রের বিষয়ে লেখো।

৬ mark

১) আসিয়ান সম্প্রদায় গঠন-প্রক্রিয়া সংক্ষেপে লেখো। অথবা আসিয়ান কী ? আসিয়ানের তিনটি স্তম্ভের বিষয়ে আলোচনা করো। অথবা আসিয়ান সম্প্রদায়ের স্তম্ভ এবং উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। অথবা আসিয়ান সম্প্রদায় কী? এর প্রধান সংস্থা তিনটির বিষয়ে লেখো।

২)ভারত-চীন সম্পর্কের উপর একটি টীকা লেখো।


সমসাময়িক দক্ষিণ এশিয়া

 (Contemporary South Asia)

১ Mark

১) SAARC -এর সম্পূর্ণ নাম লেখো।

২) ভারতের 'পূর্বপানে তাকাও নীতি' (Look East Policy)-র অংশীদার কোন্ রাষ্ট্র?

৩) কোন স্থানে চতুর্দশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?

৪) কোন্ বছর ভারত ও পাকিস্তান পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করেছিল।

৫) প্রথম সার্ক (SAARC) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

৬) সাফটা (SAFTA) কখন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ? 

৭) আগ্রা শীর্ষ সম্মিলন ভারত এবং পাকিস্তানের মাঝে অনুষ্ঠিত হয়েছিল। এই শীর্ষ সম্মিলনে অংশগ্রহণকারী ভারতীয় প্রধানমন্ত্রীর নাম লেখো।

৮) আগ্রা শীর্ষ সম্মিলন ভারত এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। (হ্যাঁ/ না )

৯) কার্গিল যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?

১০)SAFTA FULL FROM

২ Mark

১) বাংলাদেশ........ সন থেকে...... সন পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল।

২) শ্রীলঙ্কায় জাতিগত সংঘর্ষে লিপ্ত থাকা পরস্পর বিবদমান দুটি গোষ্ঠীর নাম লেখো।

৩) ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্বের দুটি ক্ষেত্র উল্লেখ করো।

৪) SAARC-এর দুটি পর্যবেক্ষক রাষ্ট্রের নাম লেখো।

৫) SAARC গঠন করা সাতটি রাষ্ট্রের নাম লেখো। অথবা দক্ষিণ এশিয়া বলে জানা দেশগুলির নাম লেখো

৬) ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা ও সংঘাতের একটি করে ক্ষেত্র উল্লেখ করো।

৭) ভারত এবং বাংলাদেশের মাঝে সংঘাতের দুটি ক্ষেত্র উল্লেখ করো

৮) ভারত ও চীনের মধ্যে মতবিরোধের দুটি কারণ লেখো

৯) সিমলা চুক্তির যে-কোনো দুটি শর্ত উল্লেখ করো

১০) ১৯৭৬ সালে দক্ষিণ এশিয়ার কোন্ দুটি দেশ তাদের মধ্যে কূটনৈতিক স স্থাপন করে?

১১) সার্কের যে-কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো

4 mark

১)এক সুস্থির গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে পাকিস্তানের ব্যর্থতার কারণসমূহ উল্লেখ করো।

২) পূর্ব পাকিস্তানের জনসাধারণ এক মুক্তি আন্দোলনের পথ গ্রহণ করার কারণসমূহ নির্দেশ করো।

৩)আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠন হিসাবে মার্কের ভূমিকা ও সীমাবদ্ধতা আলোচনা করো।

৪) সাম্প্রতিক কালের সম্পর্কের পরিপ্রেক্ষিতে ভারত-পাক সম্পর্ক পর্যালোচনা করো

৬ Mark


৫) ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণগুলি আলোচনা করো।

৬) সাফটা (SAFTA) কী উদ্দেশ্যে গঠিত হয়েছে? সাফটার ধারণাটি পরীক্ষ করো। অথবা সাফটা কখন সাক্ষরিত হয়েছিল? এর প্রধান উদ্দেশ্য কী ?


আন্তর্জাতিক সংস্থাসমূহ

 (International Organisations )

১ Mark

১) রাষ্ট্রসংঘের সনদ সাক্ষরকালে কয়টি রাষ্ট্র এতে সাক্ষর করেছিল?

২) বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা কত ?

৩) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা.........।

৪) রাষ্ট্রসংঘের বর্তমান সচিব প্রধান কে?

৫) রাষ্ট্রসংঘের প্রথম সচিব প্রধান কে ছিলেন?

৬) ভেটো' (Veto) প্রয়োগ বলতে কী বোঝ ?

৭) কোন দিনটিকে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়?

৮) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে টি........স্থায়ী এবং..... টি অশায়ী সদস্য আছে।

৯) UNESCO এর পূর্ণ রূপ লেখো।

১০) UNICEF র সম্পূর্ণ রূপ লেখো

২ MARK

১) রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির নাম

২) মানবাধিকার রক্ষা করার ক্ষেত্রে নিয়োজিত দুটি বেসরকারি সংস্থা (NGO)- র নাম লেখো। অথবা সমগ্র বিশ্বে মানব অধিকারের রক্ষণা-বেক্ষণের জন্য কার্য করে থাকা দুটি বেসরকারি সংগঠনের নাম লেখো।

৩) রাষ্ট্রসংঘের দুটি নীতি উল্লেখ করো।

৪) বিশ্ব ব্যাঙ্ক কোন্ সালে স্থাপিত হয়েছিল? এর যে কোনো একটি কার্যের উল্লেখ করো।

৫) রাষ্ট্রসংঘের দুটি উদ্দেশ্য লেখো।

৪ MARK

১) রাষ্ট্রসংঘকে তুমি একটি সার্থক আন্তর্জাতিক সংস্থা বলে মনে করো কি ? মুক্তি দাও।

২) বিশ্বব্যাঙ্ক কোন সনে সৃষ্টি হয়েছিল? এর কার্যকলাপ আলোচনা করো।

৩) গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলনের চারজন নির্মাতার নাম লেখো।

৪) রাষ্ট্রসংঘের প্রধান ছয়টি অঙ্গের নাম লেখো।

৫) নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসাবে ভারতের অন্তর্ভূক্তির প্রদর্শন করো।

৬) রাষ্ট্রসংঘের পুনর্গঠন ও ভবিষ্যৎ সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা, রাষ্ট্রসংঘে সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।

৬ MARK

১) বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘকে একটি অত্যাবশকীয় সংগঠন বলে তুমি ভাবো কি? তোমার উত্তরের যৌক্তিকতা প্রদর্শন করো। অথবা বর্তমান বিশ্বের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রসংঘকে এক অপরিহার্য সংগঠন বলে তুমি ভাবো কি? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি প্রদর্শন করো।


সমসাময়িক বিশ্বে নিরাপত্তা 

(Security in the Contemporary World)

১ Mark

১) গোলকীয় নিরাপত্তা ধারণার একটি হুমকির উদাহরণ দাও।

২) NATO র সম্পূর্ণ রূপটি কী

৩) ভারত সর্বপ্রথম কখন পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় ?

৪) CTBT এর সম্পূর্ণ রূপ কী?

৫) NPT -কে বিস্তারিতভাবে লেখো।

৬) SALT -এর সম্পূর্ণ নাম লেখো।

২ Mark

১) পরম্পরাগত এবং অপরম্পরাগত নিরাপত্তার মধ্যে পার্থক্য কী ?

২) প্রব্রজনকারী ও শরণার্থীর মধ্যে পার্থক্য কী

৩) হুমকির দুটি নূতন উৎসের উদাহরণ দাও। অথবা, মানবজাতির সম্মুখীন হওয়া দুটি বিপদের উৎস উল্লেখ করো।

৪) পরাম্পরাগত নিরাপত্তা নীতির দুটি উপাদান লেখো।

৫) নিরাপত্তার দুটি ধারণা উল্লেখ করো।

৬) অপরাম্পরাগত নিরাপত্তার দুটি উপাদান উল্লেখ করো। অথবা, মানব জাতি সম্মুখীন হওয়া দুটি বিপদ বা ভয়ের উল্লেখ করো।

৭) চিরাচরিত নিরাপত্তা ধারণার যে-কোনো দুটি উপাদান উল্লেখ করো।

৪ Mark

১) পরম্পরাগত নিরাপত্তা ধারণার বাহ্যিক ভীতির ক্ষেত্রে চারটি উপাদান লেখে উদাহরণ দাও। অথবা বাহ্যিক আক্রমণের ভীতি প্রদর্শন প্রতিহত করার নিরাপত্তার পরম্পরাগত ধারণার চারটি উপাদান কী কী উদাহরণ দাও।

২) বিশ্ব দরিদ্রতার বিষয়ে সংক্ষেপে লেখো

৩) অপরম্পরাগত অথবা মানবীয় নিরাপত্তা মানে কী? অথবা মানুষের নিরাপত্তার ধারণাটি বিশ্লেষণ করো।

৪) মানবীয় নিরাপত্তা ও স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক কী? আলোচনা করো।

৬ Mark

১) লাগবে না।

পরিবেশ ও প্রাকৃতিক সম্প

 (Environment and Natural Resources)


1 MARK

১) UNEP-র পূর্ণ রূপ লেখো।

২) ভারত কখন ‘কিয়োটো প্রোটোকল' সাক্ষর করে।

৩) হ্যাঁ বা 'না' লেখো-

রিও সম্মেলনে 'এজেন্ডা ২১' নামের একপ্রকার উন্নয়নমূলক তালিকা অনুমোদন জানিয়েছে।

৪) সবুজগৃহ গ্যাস নির্গমন বলতে কী বোঝায় ? অথবা সবুজগৃহ গ্যাস বলতে তুমি কী বোঝ ?

৫) ১৯৯২ সনের ধরিত্রী সম্মেলনে কয়টি রাষ্ট্র অংশগ্রহণ করেছিল ?

৬) ধরিত্রী সম্মেলন (বসুন্ধরা সম্মেলন) কখন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?

৭) UNDP-র সম্পূর্ণ নাম কী ?

৮)দেশীয় জনসাধারণের বিশ্বপরিষদ গঠন হয়েছিল ১৯৭৪ / ১৯৭৫ / ১৯৭৬।

২ Mark

১) বিশ্বজনীন বা সামূহিক সম্পদের দুটি উদাহরণ দাও।

২) বিশ্ব উষ্ণায়ণ (Global warming) সৃষ্টির ক্ষেত্রে দায়ী গুরুত্বপূর্ণ দুটি গ্যাসের নাম লেখো।

৩) জল প্রদূষণের দুটি কারণ লেখো।

৪) পারিপার্শ্বিকতার বিদ্যাসমূহকে বর্তমান বিশ্ব রাজনীতিতে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় কেন ?

৫) পারিপার্শ্বিক অবনতির সঙ্গে জড়িত দুটি বিষয় লেখো।

৬) কিয়োটো প্রোটোকল' কী ?

৭) পরিবেশ প্রদূষণের দুটি কারণ লেখো।

৮) পরিবেশ সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো।


৪ MARK

১)বিশ্বজনীন সম্পদ বলতে কী বোঝ? এর রক্ষণাবেক্ষণের দুটি পরামর্শ দাও।

২)সম্পদের ভূ-রাজনীতি মানে কী? বিশ্ব রাজনীতিতে প্রাসঙ্গিকতা থাকা দুটি সম্পদের নাম লেখো।

৩) পরিবেশ-সংক্রান্ত বিষয়সমূহে ভারতের অবস্থান সম্পর্কে আলোচনা করো

৪) স্বদেশীয় জনসাধারণের অধিকার ও পরিবেশের মধ্যে সম্পর্ক কী? সংক্ষেপে আলোচনা করো।


 বিশ্বায়ন

 (Globalization)


1 MARK

১) ভারত কখন থেকে আর্থিক সংস্কার আরম্ভ করেছিল? অথবা ভারতে কখন নূতন আর্থিক নীতি গ্রহণ করা হয়েছিল

২) WTO-র সম্পূর্ণ রূপ কী?

৩) অর্থনৈতিক বিশ্বায়নের একটি নেতিবাচক দিক উল্লেখ করো ।

৪)WSF-এর সম্পূর্ণ রূপ কী ?

৫) বিশ্বায়নের যেকোনো একটি উৎস লেখো।

২ Mark

১) বিশ্বায়নের দুটি কারণ কী কী?

২) বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি কী ?

৩) অর্থনৈতিক বিশ্বায়নের সঙ্গে জড়িত দুইটি গুরুত্বপূর্ণ সংস্কারের নাম লিখ।

৪) গোলকীয়করণের ফলে অনিষ্টকারী দুটি ক্ষেত্র উল্লেখ করো।

৫) অসমতার নিরিখে বিশ্বের দুটি ভাগ কী কী ?

৬) বিশ্বায়নের দুটি রাজনৈতিক প্রভাব উল্লেখ করো

৭) বিশ্বায়নের যে-কোন দুটি ইতিবাচক অর্থনৈতিক প্রভাব উল্লেখ করো।

৮) বিশ্বায়নের দুটি সাংস্কৃতিক প্রভাব উল্লেখ করো।।

৪ MARK

১)বিশ্বায়নের পরিণামসমূহ কী কী ?

২) ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো।

৩) বিশ্বায়নের স্বপক্ষে এবং বিপক্ষে দুটি করে যুক্তি প্রদর্শন করো।


Post a Comment

0 Comments